Date: 2021-04-25
২৫ এপ্রিল ২০২১
শোক সংবাদ
আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক এ এম এম সফিউল্লাহর মৃত্যুতে শোক
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক এ এম এম সফিউল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি শনিবার ২৪ এপ্রিল ২০২১ রাজধানী ঢাকার একটি হাসপাতালে মুত্যুবরণ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে গভীর শোক প্রকাশ করেন ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাহার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যাপক এ এম এম সফিউল্লাহ ১ আগস্ট ২০১১ থেকে ৩১ জুলাই ২০১৯ইং পর্যন্ত আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০০৬ সাল থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১০ম উপাচার্যের দায়িত্ব পালন করেন।
অধ্যাপক সফিউল্লাহর জন্ম ১৯৪৭ সালের ১৭ আগস্ট ময়মনসিংহে। পূর্ব পাকিস্তান ক্যাডেট কলেজে (বর্তমানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ) পড়াশোনা শেষে তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৮১ সালে তিনি কমনওয়েলথ বৃত্তি নিয়ে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব স্ট্র্যাথক্লাইডে পিএইচডি ডিগ্রি নেন।
সফিউল্লাহ ১৯৭৩ সালে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রভাষক হিসাবে যোগ দিন এবং ১৯৮৪ সালে অধ্যাপক হন। তিনি বঙ্গবন্ধু সেতু ও পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত বিশেষজ্ঞদের প্যানেলের সদস্য ছিলেন। অধ্যাপক সফিউল্লাহ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ