Date: 2022-06-26
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপারেল ওয়াশিং বিষয়ে অস্ট টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে রোববার, ২৬ জুন ২০২২। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এবং সবার উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালাইমনাই অ্যাসোয়েশনের সাবেক সভাপতি এ. কে. আজাদ। বিশেষ অতিথি ছিলেন ইভেন্স গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, ইউনিক ওয়াশিং অ্যান্ড ডায়িং-এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ ফরিদ আহমেদ ও মাহমুদ গ্রুপের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর রাফি মাহমুদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছাউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান।
অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন অসিম ঘোষ, সিনিয়র ওয়াশটেক, সি অ্যান্ড এ, ও আরিফ মো. লেবু, কান্ট্রি হেড, ডেমিকো, বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল বিভাগের প্রধান প্রফেসর ড. লাল মোহন বড়াল।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির ডিন হেড, অফিস প্রধান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরিয়ান, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও অস্ট টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করেন।