Date: 2022-04-11
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে ছাত্রদের মান উন্নয়ন করার লক্ষ্যে কাজ করতে ব্রিটিশ কাউন্সিলের প্রস্তাব। সারওয়াত রেজা, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, এক্সিামিনেশন সার্ভিসেস, ব্রিটিশ কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহীর সাথে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ে সোমবার, ১১ এপ্রিল ২০২২। বিভিন্নভাবে ছাত্রদের মান উন্নয়নের পরিকল্পনার ব্যাপারে সভায় আলোচনা করা হয়।
সারওয়াত রেজা আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে পরীক্ষা, আইইএলটিএস, পরীক্ষা সেন্টারসহ নানা বিষয়ে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করে প্রস্তাবনা পেশ করেন বিশ্ববিদ্যালয়ের কাছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ড. মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।