Date: 2022-01-20
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষায় ডিগ্রি অর্জনের বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এমপিই বিভাগের আয়োজনে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। কিনোট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইগ্লোবাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অ্যান্ড চ্যান্সেলর, পিপল এন টেক ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলোজির ফাউন্ডার অ্যান্ড সিইও আবুবক্কর হানিফ। এতে সেশন চেয়ার ছিলেন এমপিই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সারওয়ার মোর্শেদ।
সেমিনারে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, এমপিই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা ও এই লক্ষ্যে বিভিন্ন করণীয় সম্পর্কে সেমিনারে বিশদভাবে আলোচনা করা হয়।