Date: 2022-01-18
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যাক্যাডেমিয়া কলাবরেশন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ইং বিশ্ববিদ্যালয়ে এমপিই বিভাগের আয়োজনে। সেমিনারে কিনোট বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব সাউদান ডেনমার্কের প্রফেসর পিটার হাসলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, এমপিই বিভাগের প্রধান প্রফেসর ড. সারওয়ার মোর্শেদ, বিভিন্ন বিভাগীয় প্রধান, অফিস প্রধনরা।
প্রফেসর পিটার হাসলে বিশ্ববিদ্যালয়ে, শিল্প গোষ্ঠী ও সরকারের যৌথ অংশগ্রহণে নূতন জ্ঞান আহরণের উপর গুরুত্ব আরোপ করেন যাতে বিভিন্ন সমস্যার সময় উপযোগী সুষ্ঠু সমাধান বের করা সম্ভব হয়।